দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করল ইবনে সিনা

সময়: সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬ ৬:৩১:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৭৫ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) ইবনে সিনার সমষ্টিগত শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ২৭ পয়সা। এর আগের বছর একই সময়কালে কোম্পানিটির ইপিএস ছিল ৯ টাকা ৪৭ পয়সা।

এছাড়া, আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ২৫ পয়সা।

সবশেষে, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) নির্ধারিত হয়েছে ১৩৪ টাকা ৪১ পয়সা।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged