২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশে বোর্ড সভা ডেকেছে ১৩ তালিকাভুক্ত কোম্পানি

সময়: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৭:৫৬:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১৩টি কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। এসব সভায় অধিকাংশ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) অনিরীক্ষিত শেয়ারপ্রতি আয় (EPS) প্রকাশ করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, আরএকে সিরামিকস ছাড়া বাকি ১২টি কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে। অন্যদিকে আরএকে সিরামিকস একই সময় পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

বোর্ড সভা আহ্বানকারী কোম্পানিগুলো হলো— সোনালী পেপার, জিপিএইচ ইস্পাত, সাফকো স্পিনিং, বিডি থাই অ্যালুমিনিয়াম, ঢাকা ডাইং, সামিট অ্যালায়েন্স পোর্ট, মেঘনা সিমেন্ট, এএমসিএল (প্রাণ), রংপুর ফাউন্ড্রি, বসুন্ধরা পেপার, লিগ্যাসি ফুটওয়্যার, আরামিট এবং আরএকে সিরামিকস।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এসব কোম্পানির বোর্ড সভার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সোনালী পেপার, জিপিএইচ ইস্পাত ও সাফকো স্পিনিং বিকেল ৪টা, বিডি থাই অ্যালুমিনিয়াম বিকেল ৪টা ৩০ মিনিট এবং ঢাকা ডাইং বিকেল ৫টায় তাদের বোর্ড সভা করবে।

এছাড়া ৩১ জানুয়ারি (শনিবার) সামিট অ্যালায়েন্স পোর্ট ও মেঘনা সিমেন্ট বেলা ১১টায়, এএমসিএল (প্রাণ) দুপুর ১২টায়, রংপুর ফাউন্ড্রি দুপুর ১টায়, বসুন্ধরা পেপার বিকেল ৩টায় এবং লিগ্যাসি ফুটওয়্যার ও আরামিট বিকেল ৩টা ৩০ মিনিটে বোর্ড সভা আয়োজন করবে।

অন্যদিকে ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩টায় আরএকে সিরামিকসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে, যেখানে কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged