ইপিএস কমলেও ক্যাশফ্লো বেড়েছে শমরিতা হাসপাতালের

সময়: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৯:৩৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠান শমরিতা হাসপাতাল লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৫ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬০ পয়সা।

আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৯৫ পয়সা। তুলনায় আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৫০ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) নির্ধারিত হয়েছে ৪৮ টাকা ৭২ পয়সা।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged