ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬ ৬:১৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৬৯ লাখ ৪৭ হাজার ৭২৪টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ২১ কোটি ৪৮ লাখ ৩২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডে (TRUSTBANK)। কোম্পানিটির ২৫ লাখ ৬১ হাজার ২টি শেয়ার ১৮ টাকা ৩০ পয়সা থেকে ১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকা।

দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডে (GP)। কোম্পানিটির ১ লাখ ২০ হাজার শেয়ার ২৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়, যার মোট মূল্য প্রায় ২ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (NORTHRNINS)। কোম্পানিটির ৮ লাখ ৫৫ হাজার শেয়ার ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। কোম্পানিটির ৮ লাখ ৭৮ হাজার শেয়ার ২৩ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS)। কোম্পানিটির ২ লাখ ২৬ হাজার ৮৩৭টি শেয়ার ৭৮ টাকা ৫০ পয়সা থেকে ৮৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৮১ লাখ ৯৫ হাজার টাকা।

ষষ্ঠ স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ২২ হাজার ৮১৪টি শেয়ার ৪০৫ টাকা থেকে ৪৩০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৯৫ লাখ ৯০ হাজার টাকা।

সপ্তম স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড (ASIAINS)। কোম্পানিটির ১ লাখ ৭৮ হাজার ৫৮১টি শেয়ার ৩৭ টাকা থেকে ৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৫ হাজার টাকা।

অষ্টম স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (ISLAMIBANK)। কোম্পানিটির ১ লাখ ৫১ হাজার ২৪০টি শেয়ার ৩৭ টাকা ৩০ পয়সা থেকে ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫৮ লাখ ২১ হাজার টাকা।

নবম স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (SONALILIFE)। কোম্পানিটির ৮০ হাজার ৭৭৭টি শেয়ার ৬৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫১ লাখ ৭০ হাজার টাকা।

দশম স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MEGCONMILK)। কোম্পানিটির ২ লাখ শেয়ার ২২ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৪৪ লাখ টাকা।

অন্যান্য কোম্পানিগুলো:

ওরিয়ন ইনফিউশন (ORIONINFU): ১০ হাজার শেয়ার, ৩৮২ টাকা দরে, মোট ৩৮ লাখ ২০ হাজার টাকা

শ্যামপুর সুগার মিলস (SHYAMPSUG): ২৫ হাজার শেয়ার, ১৫০ টাকা দরে, মোট ৩৭ লাখ ৫০ হাজার টাকা

জি কিউ বল পেন (GQBALLPEN): ৬ হাজার ৯৬৫ শেয়ার, ৫১১ টাকা দরে, মোট ৩৫ লাখ ৫৯ হাজার টাকা

শাহজালাল ইসলামী ব্যাংক (SHAHJABANK): ২ লাখ শেয়ার, ১৬ টাকা ৮০ পয়সা দরে, মোট ৩৩ লাখ ৬০ হাজার টাকা

যমুনা ব্যাংক (JAMUNABANK): ১ লাখ ৪৮ হাজার ৫০০ শেয়ার, ২২ টাকা দরে, মোট ৩২ লাখ ৬৭ হাজার টাকা

ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (DBH1STMF): ৪ লাখ ৩৫ হাজার ৬০৬ ইউনিট, ৬ টাকা ৬০ পয়সা দরে, মোট ২৮ লাখ ৭৫ হাজার টাকা

মোজাফফর হোসেন স্পিনিং (MHSML): ১ লাখ ৬৬ হাজার শেয়ার, ১৫ টাকা ৪০ পয়সা দরে, মোট ২৫ লাখ ৫৬ হাজার টাকা

মিডল্যান্ড ব্যাংক (MIDLANDBNK): ১ লাখ ২৬ হাজার শেয়ার, ১৯ টাকা দরে, মোট ২৩ লাখ ৯৪ হাজার টাকা

এশিয়াটিক ল্যাবস (ASIATICLAB): ৩৯ হাজার শেয়ার, ৫৬–৫৯ টাকা ৫০ পয়সা দরে, মোট ২২ লাখ ৮৯ হাজার টাকা

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড (RELIANCE1): ১ লাখ ৫২ হাজার ইউনিট, ১৪ টাকা ৮০–১৫ টাকা দরে, মোট ২২ লাখ ৬০ হাজার টাকা

রানার অটোমোবাইলস (RUNNERAUTO): ৪৮ হাজার ৬০০ শেয়ার, ৩৫ টাকা ৭০–৩৬ টাকা ৪০ পয়সা দরে, মোট ১৭ লাখ ৪৫ হাজার টাকা

অলটেক্স ইন্ডাস্ট্রিজ (ALLTEX): ৮৯ হাজার ৩০০ শেয়ার, ১৪ টাকা ৮০ পয়সা দরে, মোট ১৩ লাখ ২২ হাজার টাকা

আল-হাজ টেক্সটাইল (AL-HAJTEX): ৯ হাজার ১টি শেয়ার, ১২৭–১২৯ টাকা ৫০ পয়সা দরে, মোট ১১ লাখ ৫৬ হাজার টাকা

সিলকো ফার্মাসিউটিক্যালস (SILCOPHL): ৭২ হাজার শেয়ার, ১৫ টাকা ২০ পয়সা দরে, মোট ১০ লাখ ৯৪ হাজার টাকা

এপেক্স স্পিনিং (APEXSPINN): ৫ হাজার শেয়ার, ২১৪ টাকা দরে, মোট ১০ লাখ ৭০ হাজার টাকা

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স (PRAGATILIF): ৫ হাজার শেয়ার, ২০৬ টাকা দরে, মোট ১০ লাখ ৩০ হাজার টাকা

সামিট অ্যালায়েন্স পোর্ট (SAPORTL): ২০ হাজার শেয়ার, ৪৪ টাকা ৯০ পয়সা দরে, মোট ৮ লাখ ৯৮ হাজার টাকা

ইবনে  সিনা (IBNSINA): ২ হাজার ৫০০ শেয়ার, ৩০৫ টাকা ১০ পয়সা দরে, মোট ৭ লাখ ৬৩ হাজার টাকা

রাহিমা ফুডস (RAHIMAFOOD): ৫ হাজার শেয়ার, ১৪৮ টাকা ৫০ পয়সা দরে, মোট ৭ লাখ ৪৩ হাজার টাকা

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMBDBLMF): ৬৮ হাজার ইউনিট, ৯ টাকা ৭০ পয়সা দরে, মোট ৬ লাখ ৬০ হাজার টাকা

ইউনাইটেড ইন্স্যুরেন্স (UNITEDINS): ১২ হাজার শেয়ার, ৪৭ টাকা ১০ পয়সা দরে, মোট ৫ লাখ ৬৫ হাজার টাকা

সানলাইফ ইন্স্যুরেন্স (SUNLIFEINS): ১০ হাজার ১টি শেয়ার, ৫৪ টাকা ৫০ পয়সা দরে, মোট ৫ লাখ ৪৫ হাজার টাকা

সালভো কেমিক্যাল (SALVO): ১৮ হাজার শেয়ার, ২৯ টাকা ৮০ পয়সা দরে, মোট ৫ লাখ ৩৬ হাজার টাকা

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged