গেইনারে ওষুধ ও রসায়ন খাতের ৪ কোম্পানি

সময়: মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯ ১:১৫:১২ অপরাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ  টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে আসে ওষুধ ও রসায়ন খাতের ৪ কোম্পানি। এগুলো হলো: ওয়াটা ক্যামিকেল, গ্লাক্সো স্মিথক্লাইন, ফার্মা এইড ও ইন্দো-বাংলা ফার্মাসিটিউক্যালস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াটা ক্যামিকেল। আজ এ শেয়ারের দর ৭ দশমিক ৪৯ শতাংশ বা ৩৮ টাকা ৮০ পয়সা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৫৬ টাকায় লেনদেন হয়। এদিন ২ হাজার ৩৪৮ বারে ১ লাখ ৫০ হাজার ৪৫১টি শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর মোট বাজার মূল্য ছিল ৮ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকা।

গ্লাক্সো স্মিথক্লাইন রয়েছে গেইনারের সপ্তম স্থানে। ৫ দশমিক ৮৫ শতাংশ বা ১০৪ টাকা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ১ হাজার ৭৬৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৭৫৪ বারে ১৮ হাজার ৩০৬টি শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

ইবম স্থানে রয়েছে ফার্মা এইড। ৫ দশমিক ২০ শতাংশ বা ২৬ টাকা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৫২ টাকায় লেনদেন হয়। এদিন ১ হাজার ৬০৭ বারে ৮৭ হাজার ১০৮ টি শেয়ার লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়া ইন্দো-বাংলা ফার্মাসিটিউক্যালসের দর ৫ দশমিক ০৪ শতাংশ বেড়ে অবস্থান করেছে তালিকার দশম স্থানে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসএস স্টিল, সোনালি আঁশ,স্টাইল ক্রাফট, মুন্নু জুট স্টাফলার্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও এএফএস থ্রেড ডায়িং লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৯৫ বার পড়া হয়েছে ।
Tagged