সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় ৩ কোম্পানি

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০১৯ ৭:৪৭:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারদর গতকাল ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। কোম্পানিগুলো হলো: জাহিনটেক্স , আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জাহিনটেক্সের শেয়ার দর ১০ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। কোম্পানির ১ লাখ ৯৯ হাজার ৭০৭টি শেয়ার ১২৭ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে। যার বাজার দর দাঁড়িয়েছে ৮ লাখ ৬৩ হাজার টাকা।
আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের দর ১০ শতাংশ বা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। কোম্পানির ৮৯ লাখ ১৭ হাজার ৮৪৩টি শেয়ার ১৯৩৫ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে। যার বাজার দর দাঁড়িয়েছে ৬ কোটি ৬৫ লাখ ৭৭ হাজার টাকা।
লাফার্জ হোলসিম বাংলাদেশের ১০ শতাংশ বা ৩ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ ৩৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানির ২০ লাখ ১১ হাজার ৮০৮টি শেয়ার ৯৩১ বার হাতবদল হয়েছে। যার বাজারদর দাঁড়িয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩২৬ বার পড়া হয়েছে ।
Tagged