৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯ ৬:৫৮:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো- এসিআই ফর্মুলেশন লিমিটেড, এসিআই লিমিটেড, মতিন স্পিনিং মিলস্্ লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস্্ লিমিটেড, অ্যাপেক্স ফুড মিলস্্ লিমিটেড, হামিদ ফেব্রিকস লিমিটেড ও বারাকা পাওয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসিআই ফর্মুলেশনকে দীর্ঘমেয়াদি ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদি ‘এসটি থ্রি’ রেটিং দেয়া হয়েছে। ৩০ জুন ২০১৯ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৯ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এ রেটিং নির্ণয় করেছে।
এসিআই লিমিটেডের ৩০ জুন ২০১৯ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৯, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদি ‘এসটি থ্রি’ রেটিং দেয়া হয়েছে। ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এ রেটিং নির্ণয় করেছে।
মতিন স্পিনিংকে দীর্ঘমেয়াদি ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদি ‘এসটি থ্রি’ রেটিং দেয়া হয়েছে। ৩০ জুন ২০১৯ হিসাববছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৯, কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এ রেটিং নির্ণয় করেছে।
বসুন্ধরা পেপার মিলস্্কে ‘এ টু’ রেটিং দেয়া হয়েছে। ৩০ জুন ২০১৯ হিসাববছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ব্যাংক দায়বদ্ধতার অবস্থান ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এ রেটিং নির্ণয় করেছে।
এপেক্স ফুড মিলস্্কে ‘এ টু’ রেটিং দেয়া হয়েছে। ৩০ জুন ২০১৯ হিসাববছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ নভেম্বর ২০১৯ ব্যাংক দায়বদ্ধতার অবস্থান ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এ রেটিং নির্ণয় করেছে।
হামিদ ফেব্রিকসকে ‘এএ থ্রি’ হিসেবে রেটিং দেয়া হয়েছে। ৩০ জুন ২০১৯ হিসাববছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ নভেম্বর ২০১৯ ব্যাংক দায়বদ্ধতার অবস্থান ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এ রেটিং নির্ণয় করেছে।
বারাকা পাওয়ারকে ‘এএ ওয়ান’ হিসেবে রেটিং দেয়া হয়েছে। ৩০ জুন ২০১৯ হিসাববছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ নভেম্বর ২০১৯ ব্যাংক দায়বদ্ধতার অবস্থান ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এ রেটিং নির্ণয় করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিবেদন/রী

Share
নিউজটি ৪৩৭ বার পড়া হয়েছে ।
Tagged