মন্দাবাজারে কমেছে বিও অ্যাকাউন্ট

সময়: বুধবার, জানুয়ারি ১, ২০২০ ৬:১৬:১৪ অপরাহ্ণ


শেয়ারবাজার ডেস্ক : ২০১৯ সালে শেয়ারবাজার মন্দা থাকায় কমেছে বিও অ্যাকাউন্টের পরিমাণ। গত বছরে ২ লাখ ২ হাজার ৫৫টি ব্যক্তি বিও বেনেফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট কমেছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৯ সালের ১ জানুয়ারি বেনেফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট ছিলো ২৭ লাখ ৬৭ হাজার ২০৬টি। সেখানে বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর মোট বিও’র পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৬৫ হাজার ১৫১টি। অর্থাৎ গেল বছরে বিও নবায়ন না হওয়া এবং নিয়মিত বিও খোলা বা বন্ধ হওয়ার হিসেবে বিও অ্যাকাউন্ট কমেছে ২ লাখ ২ হাজার ৫৫টি। ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরুষ বিও অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ১৮৭টি এবং মহিলা বিও অ্যাকাউন্টের পরিমাণ ৬ লাখ ৮৫ হাজার ৯৬৪টি। বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি পুরুষ বিও অ্যাকাউন্টের পরিমাণ ছিলো ২০ লাখ ২৭ হাজার ৬৬১টি এবং মহিলা বিও অ্যাকাউন্টের পরিমাণ ৭ লাখ ৩৯ হাজার ৫৪৫টি। আলোচিত সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ১ লাখ ৪৮ হাজার ৪৭৪টি এবং মহিলা বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ৫৩ হাজার ৫৮১টি।
এদিকে কোম্পানির বিও অ্যাকাউন্টের পরিমাণ বছরের শুরুতে যেখানে ছিল ১২ হাজার ৫৮৫টি সেখানে বছরের শেষ দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫০টি। অর্থাৎ ব্যক্তি বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্টের পরিমাণ কমলেও কোম্পানির বিও অ্যাকাউন্ট বেড়েছে ৫৬৫টি। বর্তমানে কোম্পানির ধরণে রেগুলার বিও অ্যাকাউন্টের পরিমাণ ১১ হাজার ৭০৯টি, ক্লিয়ারিং ৭৫৬টি, প্রিন্সিপাল ৪৮৯টি এবং অমনিবাস অ্যাকাউন্ট রয়েছে ১৯৬টি।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২০৭৬ বার পড়া হয়েছে ।
Tagged