আফরাম্যাক্স ট্যাংকার ওমেরা কুইন বিক্রির সিদ্ধান্ত এমজেএলের

সময়: সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২০ ১১:৩২:৫৮ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আফরাম্যাক্স ট্যাংকার ওমেরা কুইন (জাহাজ) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড। এজন্য কোম্পানির পরিচালনা পর্ষদ একটি সমঝোতা (এমওএ) চুক্তি অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ওমেরা কুইনকে ৮.০৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রির অনুমোদন দিয়েছে।
ওমেরা কুইন বাংলাদেশের পতাকা বহন করে ৯ বছরেরও বেশি সময় ১০২টি ভ্রমণ সম্পন্ন করেছে। জাহাজটির অনেক বয়স এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এমজেএলবিডি। এছাড়া জাহাজের ড্রাই ডক ব্যয় বেড়ে গেছে।
কোম্পানিটি আরও জানায়, এমজেএলবিডি ২২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি নতুন জাহাজ রিপ্লেসমেন্ট করবে। এবং জাহাজটির ধারণ ক্ষমতা ১ লাখ থেকে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৩৭ বার পড়া হয়েছে ।
Tagged