বিএসইসির কমিশনাররা আগামী ৪ বছর যেসব সুবিধা পাবেন

সময়: বুধবার, জুন ৩, ২০২০ ৬:১৬:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পর্ষদ ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। আগামী ৪ বছর একজন চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়োগ দিয়ে পূরণ করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পর্ষদ । শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বে পুঁজিবাজারের দিকপাল হয়েছেন শেখ শামসুদ্দিন আহমেদ পিএইচডি, মো: মিজানুর রহমান পিএইচডি এবং শিল্প মন্ত্রনালয়ের প্রাক্তন সচিব মো: আব্দুল হালিম।

আগামী ৪ বছরের জন্য বিএসইসি’র কমিশনাররা যেসব সুবিধা পাবেন তা নিম্নে দেওয়া হলো:

০১: বেতন: মাসিক মূল বেতন ৭৮০০০ (নির্ধারিত)

যানবাহন সুবিধাদি: সার্বক্ষণিক একটি গাড়ী এবং অফিস ও আবাসিক টেলিফোন সুবিধা।

০২. বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য ভাতাদি: মাসিক ৭৮০০০ টাকা (নির্ধারিত)।

০৩. আপ্যায়ন ভাতা: মাসিক ২৫০০ টাকা (নির্ধারত)

০৪. ইনক্রিমেন্ট/বার্ষিক বর্ধিত বেতন: নির্ধারিত বেতনের ক্ষেত্রে ইনক্রিমেন্ট প্রাপ্য নয়।

০৫. কোন কারণে সাময়িকভাবে নিযুক্ত পদ থেকে অব্যাহতি দেয়া হলে, সে সময়ের জন্য কোন বেতন-ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন না।

০৬. কমিশনারের কমিশনার পদে থাকাকালীন সময়ে সরকারের অনুমতি ব্যাতিত আয়ের উৎস হিসেবে অন্যকোন কাজে নিয়োজিত হতে পারবেন না।

০৭. এ নিয়োগকালীন চাকরির জন্য তিনি পেনশন, গ্রাচ্যুইটি বা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত কোন সুবিধাদি পাবেন না।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫২ বার পড়া হয়েছে ।
Tagged