ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪৬৭ কোটি টাকার লেনদেন

সময়: মঙ্গলবার, জুন ৩০, ২০২০ ৩:৩৭:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে ৩১ কোম্পানির পৌনে ৪৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৮ লাখ ২৩ হাজার ২১০টি শেয়ার ১২৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪৬৭ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২২০ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৫ কোটি ২৮ লাখ ৯১ হাজার টাকার গ্ল্যাক্সোস্মিথক্লাইনের এবং তৃতীয় সর্বোচ্চ ৪৫ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার।

এছাড়া বার্জার পেইন্টসের ২৪ লাখ ১৩ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৪৮ লাখ ২৩ হাজার টাকার, ফরচুন সুজের ১২ লাখ ৭২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার, গ্রামীণফোনের ৮৩ লাখ ৪৭ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ১০ লাখ ৪৭ হাজার টাকার, ইন্ট্রাকোর ১০ লাখ ৯০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২১ লাখ ৯১ হাজার টাকার, ম্যারিকোর ২৫ লাখ ৭৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ ৭ হাজার টাকার, নাভানার ৫ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ১৭ লাখ ৪৩ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ ৪০ হাজার টাকার, রেনেটার ১৪ কোটি ১১ লাখ ২ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ১৯ লাখ ৯ হাজার টাকার, সিলভা ফার্মার ৪৩ লাখ ৩ হাজার টাকার, সিঙ্গার বিডির ৫৬ লাখ ৪৮ হাজার টাকার, সিনোবাংলার ৪৮ লাখ ১০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৮ লাখ ৮৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৩৬ লাখ ২৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, স্টাইলক্রাফটের ৫ লাখ ৭ হাজার টাকার, সামিট পাওয়ারের ১৫ লাখ ৫৯ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ৫ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪৪ বার পড়া হয়েছে ।
Tagged