শতভাগ দর বেড়েছে ৪ খাতের কোম্পানির

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯ ১০:০৫:৫২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চার খাতের কোম্পানির শতভাগ শেয়ারের দর বেড়েছে। খাতগুলো হলো- সেবা ও আবাসন, কাগজ ও মুদ্রণ, তথ্যপ্রযুক্তি খাত এবং সিরামিক খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র তথ্যানুযায়ী, সেবা ও আবাসন খাতের কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর বেড়েছে ১ দশমিক ৪৭ শতাংশ বা ৭০ পয়সা। সাইফ পাওয়ারটেকে ১ দশমিক ৭৫ শতাংশ বা ৩০ পয়সা। শমরিতা হাসপাতালে দশমিক ৬০ শতাংশ বা ৪০ পয়সা। সামিট অ্যালায়েন্স পোর্টে দশমিক ৫১ শতাংশ বা ১০ পয়সা শেয়ার দর বেড়েছে। কাগজ ও মুদ্রণ খাতে ৩ কোম্পানির মধ্যে বসুন্ধরা পেপার মিলে শেয়ার দর বেড়েছে দশমিক ৭০ শতাংশ বা ৪০ পয়সা। হাক্কানী পাল্প অ্যান্ড পেপারে দশমিক ১৮ শতাংশ বা ১০ পয়সা। খুলনা পেপার অ্যান্ড প্যাকেজিংয়ে দশমিক ৬৫ শতাংশ বা ১০ পয়সা।
এদিকে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানির মধ্যে আমরা নেটওয়ার্কের শেয়ারে দর বেড়েছে দশমিক ৬৬ শতাংশ বা ৩০ পয়সা, আমরা টেকে ৩ দশমিক ৭৫ শতাংশ বা ৯০ পয়সা, অগ্নি সিস্টেমসে ১ দশমিক ৬৯ শতাংশ বা ৩০ পয়সা, বিডিকম অনলাইনে ১ দশমিক ৬৫ শতাংশ বা ৪০ পয়সা, ডেফোডিল কম্পিউটার্সে ১ দশমিক ৮৪ শতাংশ বা ৯০ পয়সা, জিনেক্স ইমফোসিসে ২ দশমিক ২৩ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা, ইনটেকে দশমিক ৩৯ শতাংশ বা ১০ পয়সা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কে ৩ দশমিক ৪২ শতাংশ বা ১ টাকা, আইটিসিতে দশমিক ৯৩ শতাংশ বা ৪০ পয়সা। আর সিরামিক খাতের কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকে ২ দশমিক ২২ শতাংশ বা ২০ পয়সা, মুন্নু সিরামিকে ২ দশমিক ১৪ শতাংশ বা ৩ টাকা ৪০ পয়সা, শাইনপুকুর সিরামিকে ৪ দশমিক ০৭ শতাংশ বা ৫০ পয়সা এবং স্ট্যান্ডার্ড সিরামিকসে ৭ দশমিক ৬০ শতাংশ বা ৩৫ টাকা ১০ পয়সা। এছাড়া ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রায় শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। গতকাল সোমবার ডিএসই’তে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮২টি কোম্পানির দর বৃদ্ধি পায়। আর ৫৩টি কোম্পানির দর কমে এবং ১৮টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত থাকে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১০ বার পড়া হয়েছে ।
Tagged