শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রি করবে ২ কোম্পানি

সময়: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২০ ১:৪৭:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আইএমও রেগুলেশন অনুযায়ী শুল্কমুক্ত মেরিন ফুয়েল (সামদ্রিক জ্বালানি) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- পদ্মা অয়েল লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড। কোম্পানি দুইটি প্রতি লিটার মেরিন ফুয়েল বিক্রি করে ৫৫ টাকা মার্জিন পাবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পদ্মা অয়েল কোম্পানিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। কোম্পানিটি চট্টগ্রাম এবং মংলা বন্দরে দেশি-বিদেশি জাহাজের জন্য মেরিন ফুয়েল সরবরাহ করবে।
অন্যদিকে মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশের পানিতে দেশি এবং বিদেশি জাহাজের বাংকার হিসাবে শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রি করবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২১ বার পড়া হয়েছে ।
Tagged