সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

সময়: বুধবার, জানুয়ারি ৬, ২০২১ ৪:১১:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের উভয় শেয়ারবাজারে আজ সূচকের উত্থানেও কমেছে লেনদেনের পরিমাণ। এদিন পুঁজিবাজারে সব সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪০.১৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৫৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮১.২১ পয়েন্টে এবং ২০৭২.০৩ পয়েন্টে। তবে অপর সূচক সিডিএসইটি ৩.৬৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯৬৯ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২০টির বা ৩৩.২৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭১টির বা ৪৭.৩৬ শতাংশের এবং ৭০টির বা ১৯.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৪.৪২ পয়েন্টে।

সিএসইতে আজ ২৬৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, কমেছে ১৩৪টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯৮ বার পড়া হয়েছে ।
Tagged