আগামীকাল দুই কোম্পানির এজিএম

সময়: বুধবার, জুলাই ৩১, ২০১৯ ১০:৩১:০৪ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো- ওয়ান ব্যাংক ও পিপলস ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ান ব্যাংক: ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির ওয়ান ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বেলা ১১ টায় ঢাকার ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ আর্থিক বছরে কোম্পাানিটি ৫ শতাংশ বোনাস ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

পিপলস ইন্স্যুরেন্স: বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বেলা ১১.৩০ মিনিটে হাউজ-১৯, রোড-৭, ঢাকার গুলশানে অবস্থিত স্পেক্টা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৭ আর্থিক বছরে কোম্পাানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৮৩ বার পড়া হয়েছে ।
Tagged