ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, জুলাই ৩১, ২০১৯ ১১:৫৬:১৭ পূর্বাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, অগ্রণী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। কোম্পানিগুলোর ১৩ লাখ ২৮ হাজার ৩১৬ টি শেয়ার ৯ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১৮ কোটি ৪৭ লাখ ৮১ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৯ কোটি ৪৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। একবার হাত বদল হয়ে ৫ কোটি ২৯ লাখ ৪ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানিটির মোট ১ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী লাইফ ইন্স্যুরেন্স ৮ লাখ ৫৩ হাজার টাকা, ইস্টার্ন হাউজিং লিমিটেড ২২ লাখ ৪০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৮৮ লাখ টাকা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৫৯ লাখ ৫৮ হাজার টাকা ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ৩০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছ।

Share
নিউজটি ৩১৩ বার পড়া হয়েছে ।
Tagged