নিজস্ব প্রতিবেদক : আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় জটিলতা কমাতে এক প্লাটফর্মে ৩৯ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ২০৮ সেবা প্রদানে উদ্যোগ নিয়েছে সরকার। এতে আমদানি রপ্তানি সংক্রান্ত কাজ সহজ হবে বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
গতকাল রোববার হবিগঞ্জের দ্যা প্যালেস রিসোর্টে এনবিআর ও ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আয়োজিত বাংলাদেশ সিঙ্গেল উইনডো কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান, আইএফসি’র বিশেষজ্ঞ নুসরত নাহিদ বাবি। গতকাল এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরের নেতৃত্বে নতুন এ প্রকল্প ‘বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উইনডো (এনএসডব্লিউ)’ গ্রহণ করা হয়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ প্রকল্প বাস্তবায়ন হলে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজে আমদানি-রপ্তানিকারকরা চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বিটিআরসি, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ ৩৯ প্রতিষ্ঠানের সেবা একই প্লাটফর্মে পাবে।
জানা গেছে, সরকারের ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে এটি বাস্তবায়ন করছে এনবিআর। আর এতে কারিগরি সহায়তা করছে ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন (আইএফসি)। এতে শুল্কায়ন পক্রিয়া আরও সহজ হবে। শুল্ক ফাঁকিসহ নানা ধরনের দুর্নীতি কমে আসবে।
বক্তারা বলেন, ডিজিটালাল কার্যক্রমের মাধ্যমে আমদানি-রপ্তানির সময় মিথ্যা তথ্য দেয়া কমবে। যদি কোনো ধরনের মিথ্যা তথ্য দেয়া হয়- কোন না কোন সরকারি প্রতিষ্ঠানের সফটওয়্যারে ধরা পড়ে যাবে। এতে সরকার যেমন লাভবান হবে, তেমনি জনগণ কম সময়ে সর্বোত্তম সেবা পাবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান
এনবিআরের নতুন প্রকল্প
আমদানি রপ্তানি সহজ করতে ২০৮ সরকারি সেবা একসঙ্গে
সময়: সোমবার, অক্টোবর ২১, ২০১৯ ৯:৫৪:০৪ পূর্বাহ্ণ