৭৫ কোটি টাকার শেয়ার ছাড়বে জেএমআই হাসপাতাল

সময়: সোমবার, অক্টোবর ২১, ২০১৯ ৯:৫৬:২৯ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে আসছে মেডিক্যাল ডিভাইসেস খাতের জেএমআই গ্রুপের আরেকটি অঙ্গপ্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। প্রতিষ্ঠানটি বুকবিল্ডিং পদ্ধতিতে ৭৫ কোটি টাকার শেয়ার ছাড়বে। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কোম্পানিটির ‘রোড শো’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান সুরাইয়া আক্তার রিনা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম বলেন, জেএমআই’র মতো ভালো মানের কোম্পানির সংখ্যা শেয়ারবাজারে যত বাড়বে বাজারের গভীরতাও ততো বাড়বে এবং বাজারও উন্নত হবে। শেয়ারবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে আইসিবি নানাভাবে কাজ করে থাকে। এরই অংশ হিসেবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের মতো ভালো মানের একটি কোম্পানীকে বাজারে আনতে উদ্বুদ্ধ করা হয়েছে।
অনুষ্ঠানে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, মেডিকেল ডিভাইসেসর অভ্যন্তরীণ ও বিশ্ববাজারে চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। সেই চাহিদা ও বাজার ধরতে জেএমআই নতুন নতুন মেডিকেল ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে। এতে এ খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা বৃদ্ধির পাশাপাশি প্রচুর আয়ও বাড়বে।
অনুষ্ঠানে মেডিকেল ডিভাইসেসের ভবিষ্যত বাজার নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক মি. হুই উয়ান কিম। আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক এডভোকেট ড. মো. শাহজাহান। অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতিনিধিরা কোম্পানিটির বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুরাইয়া আক্তার রিনা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২০ বার পড়া হয়েছে ।
Tagged