ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০১৯ ১:৩৬:১২ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ‘এ’ ক্যাটাগরির ইউনাইটেড পাওয়ার বিনিয়োগকারীদের জন্য ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময় ইপিএস হয়েছিল ১১ টাকা ৫১ পয়সা।
এদিকে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর।

আজ প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৩৮০ টাকা ১০ পয়সায়।  গত এক বছরে শেয়ারদর ২৬৮ টাকা ৪০ পয়সা থেকে ৪২২ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৩৩.৩৩। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় (পিই) অনুপাত ২২.৩৪।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৮৭ বার পড়া হয়েছে ।
Tagged