একনেকে সাড়ে ১০ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সময়: মঙ্গলবার, মার্চ ৩, ২০২০ ২:১০:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০ হাজার ৪৬৮ কোটি ১ লাখ টাকার ৮ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজকের প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৫ হাজার ৯৬৪ কোটি ৭৪ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৮ কোটি ৬৩ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৪ হাজার ৪২৪ কোটি ৮৭ লাখ টাকা।
আজ মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
পাস হওয়া প্রকল্পগুলোর মধ্যে ৬টি নতুন প্রকল্প এবং দুইটি প্রথম সংশোধিত প্রকল্প। এরমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প, শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প, পানি-সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে একটি এবং স্থানীয় সরকার বিভাগের অধীনে দুইটি প্রকল্প অনুমোদন পায়।
বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ অংশগ্রহণ করেন।
এছাড়া বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০০ বার পড়া হয়েছে ।
Tagged