নিজস্ব প্রতিবেদক : ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের সব লেনদেন বন্ধ করার জন্য ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশকে নির্দেশ দিয়েছে। অ্যাসেট ম্যানেজার পরিবর্তনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছে ট্রাস্টি।
গতকাল সোমবার এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী। এর আগে একইদিনে ফান্ড দু’টির অ্যাসেট ম্যানেজার এলআর গ্লোবালের পরিবর্তে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়োগে করণীয় পদক্ষেপ নিতে ট্রাস্টিকে নির্দেশ দেয় বিএসইসি।
ট্রাস্টি এলআর গ্লোবালের সিইও’কে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, বিএসইসি ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজার এলআর গ্লোবাল পরিবর্তন করে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়োগের অনুমোদন দিয়েছে। এমতাবস্থায় আপনি (রিয়াজ ইসলাম) ফান্ডের সিকিউরিটিজে বিনিয়োগসহ সব লেনদেন বন্ধ করবেন, যা তাৎক্ষণিক কার্যকর করতে হবে।
এদিকে চিঠিতে লেনদেন বন্ধ করার পাশাপাশি ফান্ড দু’টির ব্রোকারেজ হাউজের সক্রিয় ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টস আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে। একইসঙ্গে ফান্ড দু’টির সব ব্যাংক হিসাব, চেক বই ও ২৩ ডিসেম্বর ধারণ করা সব ইউনিটহোল্ডারের তালিকা দিতে বলা হয়েছে।
কমিশনের নির্দেশনা অনুযায়ী আর্থিক হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ করা হবে বলে চিঠিতে উল্লেখ করেছে ট্রাস্টি। তাই এ সংক্রান্ত সব দলিলাদি প্রস্তুত রাখার জন্য রিয়াজ ইসলামকে নির্দেশ দিয়েছে ট্রাস্টি। যাতে নিরীক্ষক ২৯ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করতে পারেন।
এর আগে গত ২৯ অক্টোবর মিউচ্যুয়াল ফান্ড আইনের ৩১ ধারা অনুযায়ী, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭০.১০ শতাংশ ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭২.৭৫ শতাংশ ইউনিটধারী ট্রাস্টির কাছে অ্যাসেট ম্যানেজার এলআর গ্লোবাল পরিবর্তনে চিঠি দিয়েছিল। এ আবেদনের প্রেক্ষিতে ট্রাস্টি ৩১ অক্টোবর কমিশনের অনুমতি চেয়ে চিঠি দেয়। তবে এ পরিবর্তনে স্থগিতাদেশ চেয়ে রিট করেছিল বর্তমান অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ। এর ধারাবাহিকতায় উচ্চ আদালত ফান্ড দু’টির অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান পরিবর্তনের উপর ২০২০ সালের ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল, যা ১ ডিসেম্বর চেম্বার জজ প্রত্যাহার করেন।
এরপরে গত ৮ ডিসেম্বর ফান্ড দু’টির অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান পরিবর্তনে চেম্বার জজের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহারের রায় বহাল রাখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান