নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর বাড়ার বা গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৯৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৮০ শতাংশ, মিরাকলের ৯.৭৫ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৭৪ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৫৩ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৫২ শতাংশ এবং প্রাইম ব্যাংকের শেয়ার দর ৮.৪৭ শতাংশ বেড়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান