সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে

সময়: মঙ্গলবার, মে ১৮, ২০২১ ৪:৪৩:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। একই সাথে কমেছে দুই বাজারের মূলসূচক। আজ উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত জানুয়ারি মাসের ৭ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৭০৮ কোটি ১০ লাখ ৭২ হাজার টাকা।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৮৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৯ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে।

এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯২টির। কমেছে ১৬৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। আজ সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৩১৫ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৫ কোটি টাকা কম।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৩৮ বার পড়া হয়েছে ।
Tagged