গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের প্রধান্য

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৭:২৯:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজমিউচ্যুয়াল ফান্ড খাতের প্রায় সব ইউনিটের দর বেড়েছে। এ খাতের প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭টি। এর মধ্যে গতকাল ২টির দর অপরিবর্তিত ছিল। বাকি প্রতিষ্ঠানগুলোর দর বেড়ে গেইনারের শীর্ষে ওঠে আসে ৯টি প্রতিষ্ঠান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, তালিকার শীর্ষে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর গতকাল ১০ শতাংশ বা ৬০ পয়সা দর বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। এদিন ২৫৪ বারে ১৭ লাখ ৫ হাজার ৬৯৬টি ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ১ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএল গ্রোথ ফান্ড। ৯ দশমিক ৮৫ শতাংশ বা ১ টাকা ৪০ টাকা দর বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ১৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। এদিন ফান্ডটির ৯৬০ বারে ১৪ লাখ ৮৯ হাজার ১৯২টি ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ২ কোটি ২৬ লাখ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়া ফান্ড। ৯ দশমিক ৬৮ শতাংশ বা ৯০ পয়সা দর বেড়ে প্রতিটি ইউনিট সর্বশেষ ১০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। ২৯৪ বারে ৭ লাখ ৭১ হাজার ৭২১ টি ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর বাজার মূল্য ছিল ৭৭ লাখ ৫০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে-ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩৯ বার পড়া হয়েছে ।
Tagged