লুজারে অভিযুক্ত ৫ কোম্পানি

সময়: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯ ৭:৩২:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন লুজার তালিকায় নেমে গিয়েছে বাজার কারসাজির সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত ৫ কোম্পানি। এগুলো হলো: আলহাজ্ব টেক্সটাইল, মুন্নু সিরামিক, সায়হাম কটন, মুন্নু জুট স্টাফলার্স এবং সায়হাম টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ডিএসইর টপটেন লুজার তালিকায় প্রথম স্থানে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল। বৃহস্পতিবার কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬৮ টাকা ১০ পয়সা। লেনদেন শেষে এর দর কমে দাঁড়িয়েছে ৬১ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ  এ শেয়ারদর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমেছে।
অন্যান্য ৪টি কোম্পানির মধ্যে মুন্নু সিরামিক টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে। আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ কমেছে। সায়হাম কটনের দর ১ টাকা ৮০ পয়সা বা ৭.৫৯ শতাংশ কমে তালিকার চতুর্থ স্থানে, ১২২ টাকা ৯০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে ষষ্ঠ স্থানে মুন্নু জুট স্টাফলার্স এবং ২ টাকা বা ৪.৭৬ শতাংশ শেয়ার দর কমে টপটেন লুজার তালিকার ১০ম স্থানে উঠে আসে সায়হাম টেক্সটাইল।
এছাড়া টপটেন লুজার তালিকায় নেমে যাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের দর ৮.৫৫ শতাংশ, স্টাইলক্রাফটের দর ৭.৪৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের দর ৫.৬১ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের দর ৫.৩১ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ারদর ৫.২৭ শতাংশ কমেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩১৭ বার পড়া হয়েছে ।
Tagged