নিজস্ব প্রতিবেদক : ২টি গ্যাস জেনারেটর কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইনসাউথ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
১৫০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস জেনারেটর ২টি স্থাপনে কোম্পানিটির ০.৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ কোটি ৮০ লাখ টাকা। জেনারেটরগুলো স্থাপনের পর কোম্পানিটির প্রতিমাসে ৪৪ হাজার মার্কিন ডলার বা ৩৭ লাখ টাকা সঞ্চয় হবে।
কোম্পানিটি জানায়, নতুন গ্যাস জেনারেটর স্থাপনের পর কোম্পানির মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে। প্রতি বছর ট্যাক্স পরবর্তী মুনাফা প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা বাড়বে।
এদিকে আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১১০ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ১ লাখ ৬৫ হাজার। ২০১৮ সালে কোম্পানিটি ৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী