গ্লোবাল হেভি কেমিক্যালের ক্যাটাগরি পরিবর্তন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯ ৭:০৬:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার কারণে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে এসেছে। আগামী রোববার থেকে ‘বি’ ক্যাটাগরিতে এর লেনদেন হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত ধারা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের কারণে পরবর্তী ৩০ কার্যদিবস স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ সুবিধা পাওয়া যায় না।
গতকাল প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারদর ২২ থেকে ৪৪ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭২ কোটি টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ২১৩ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩৮ বার পড়া হয়েছে ।
Tagged