জমি কিনবে ভিএফএস থ্রেড

সময়: মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯ ১০:৫৮:৫৬ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ‘এ’ ক্যাটাগরির ভিএফএস থ্রেড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, কোম্পানির উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুর সদরে ২৫ দশমিক ৮ ডেসিমেল জমি কিনবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে ৪১ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।

এদিকে কোম্পানিটির  সর্বশেষ ৪২ টাকা৫৯০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ২৫ টাকা থেকে ৬৬ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ২০১৯ আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৫ পয়সা। ২০১৯ আর্থিক বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৩ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে এনএভি ছিল ২১ টাকা ৪০ পয়সা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৮.৬৪। হালনাগাদ অনিরিক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় অনুপাত ১৭.৬১।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৫২ বার পড়া হয়েছে ।
Tagged