দর বাড়ার শীর্ষে এমএল ডাইং

সময়: রবিবার, জুলাই ১২, ২০২০ ৬:৩৮:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দর বাড়ার শীর্ষে অর্থাৎ গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিএমএল ডাইং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিার কোম্পানিটির শেয়ার দর ছিল ৫০ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৫ টাকায়। অর্থাৎ এমএল ডাইংয়ের শেয়ার দর ৫ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৯.৯৭ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৮.১০ শতাংশ, এমজেএল বিডির ৭.৪৭ শতাংশ, বিডি অটোকার্সের ৭.০৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৬.৫৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.৩৪ শতাংশ, অলিম্পিকের ৫.৭৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ৫.৩৫ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.২৬ শতাংশ বেড়েছে।

Share
নিউজটি ৩৫৮ বার পড়া হয়েছে ।
Tagged