পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের ‘জেড’ ক্যাটাগরির পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামী ২৯ আগস্ট বৃহস্দুপতিবার দুপুর ২.৪০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনার পাশাপাশি কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। প্রসঙ্গত, কোম্পানিটি ২০১৭ আর্থিক বছরে কোনো লভ্যাংশ দেয়নি।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের পরিমাণ ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার। ৩১ জুলাই ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ৩৪.৭৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৫৫ শতাংশ শেয়ার, ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০.৬৬ শতাংশ শেয়ার।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী