প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এজিএম ও ইজিএম আজ

সময়: শনিবার, আগস্ট ২৪, ২০১৯ ৯:৩৬:২১ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, এদিন ঢাকার ফার্মগেটে অবস্থিতি কৃষিবিদ ইন্সটিটিউট কমপ্লেক্সের কেআইবিসি অডিটরিয়ামে সকাল ১০.৩০ মিনিটে এজিএম ও বেলা ১১টায় ইজিএম অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে কোম্পানি অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য একটি সাধারণ শেয়ারের বিপরীতে দুইটি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। কোম্পানির ইজিএমে সাধারণ বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৬৩৮ বার পড়া হয়েছে ।
Tagged