আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার শেয়ারবাজারে ফের মন্দাবস্থা বিরাজ করছে। তবে মিশ্র অবস্থায় রয়েছে ইউরোপ এবং এশিয়ার শেয়ারবাজার।
নিম্নে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: নিম্নমুখী অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৫৮ শতাংশ বা ১৭০.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৯৮৯.৭৩ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২২ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৯০ শতাংশ বা ৩০.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৯৫.৪৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.০৩ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৯৩ শতাংশ বা ৮৭.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৩১৪.৯১ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.৭৯ শতাংশ কমেছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ১২৩.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯৭৮.৪৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ১.৪৪ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: উত্থান দিয়ে সপ্তাহ শেষ করলেও মিশ্র অবস্থায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১.০৪ শতাংশ বা ৭৮.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮৫.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.১৫ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১.৪১ শতাংশ বা ১৮৮.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৭৬.৬৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৭ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ৫২.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬০২৪.২৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২৫ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১১ শতাংশ বা ২৬২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৯৬৯.১৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭১ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: ইউরোপের মতো মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৩১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৮২৭.১৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৯ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৪০.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৯৪৯.৬৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৮১ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ২.৭৫ শতাংশ বা ৮৪.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৯৭৬.৫৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৭১ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ২২৬.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৬১৩.১৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭৯ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ৫.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২৪০.০২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২৫ শতাংশ কমেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান