নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ওয়ান ব্যাংক ও যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ওয়ান ব্যাংক ৪০০ কোটি টাকার নন-কনভার্টেবল পার্পেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। এ বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল পার্পেচ্যুয়াল বন্ড। কোম্পানিটি চলমান অর্থের প্রয়োজন মেটাতে বন্ড ইস্যু করা হবে। এ বন্ড থেকে আয় মূলধন হিসেবে গণ্য হবে। এছাড়া ব্যাংককে বিনিয়োগ ও ঋণের পোর্টফলিও বৃদ্ধি করতে সহায়তা করবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টায়ার ওয়ান শর্ত পতিপালন করবে। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা হবে।
অন্যদিকে যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার নন-কনভার্টেবল পার্পেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি চলমান অর্থের প্রয়োজন মেটাতে বন্ড ইস্যু করবে। কোম্পানিটি বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টাইয়ার ওয়ান- ব্যাসেল- ৩ শর্ত পতিপালন করবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী