নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটিডের প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১০ মার্চ কোম্পানিটির ইস্যু ম্যানেজার ৩১ মার্চ,২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে রাইট শেয়ার ইস্যুর জন্য বিএসইসিতে আবেদন করে।
জানা গেছে, কোম্পানিটি ২০১৮ সালে ২০ শতাংশ ও ২০১৯ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বোনাস শেয়ার ইস্যুর কারণে কোম্পানির পরিশোধিত মূলধন বেড়ে যায়। এদিকে কোম্পানিটির রাইট ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডাররা কোনো সম্মতি জানায়নি।
ড্রাগন সোয়েটার দুই বছরের লভ্যাংশ এবং উপরোক্ত বিষয়ে কমিশনে কোনো তথ্য জমা দেয়নি। এমনকি কোনো সংশোধিত তথ্য কমিশনে জমা দেয়া হয়নি।
একারণে কোম্পানিটির রাইট আবেদন বাতিল করেছে কমিশন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান