নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ ব্লক মার্কেটে ১৪টি কোম্পানির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩০ লাখ ২৮টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পদ্মা অয়েলের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৩ লাখ ৮১ হাজার টাকার স্ট্যান্ডার্ড সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের।
এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৬৮ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫৬ লাখ ৯৭ হাজার টাকার, নাভানা সিএনজির ১৫ লাখ ৮৩ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ২০ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের ১৫ লাখ ৫০ হাজার টাকার, সুহৃদের ২৩ লাখ ১০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ৮০ হাজার টাকার, এসএস স্টিলের ৫ লাখ ১৮ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ২৪ লাখ ২০ হাজার টাকার এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান