নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (১৬ জুলাই) ২৭ কোম্পানির ৪৭ লা খ ৭৫ হাজার ১৮৫টি শেয়ার ৭৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৫ কোটি ১৪ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৭৩ লাখ ৯৭ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর।
এছাড়া এএফসি এগ্রোর ৫ লাখ ২ হাজার টাকার, আমান ফিডের ১৮ লাখ ১৭ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ১৪ লাখ ৯৪ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৩৩ লাখ ৮০ হাজার টাকার, ফাইন ফুডসের ৭ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্সের ২৬ লাখ ২৩ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ১১ লাখ ৪০ হাজার টাকার, আইএফআইসির ১৪ লাখ ৯৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৮ লাখ ৮০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ২২ হাজার টাকার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৫ লাখ টাকার, ওয়াইম্যাক্সের ১৮ লাখ ৪৭ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬০ লাখ ২৫ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২৫ লাখ ৫৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৬ হাজার টাকার, প্যারমাউন্ট টেক্সটাইলের ৩৪ লাখ ৩৩ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ৫ লাখ ৪ হাজার টাকার, সিমটেক্সের ৫ লাখ ৮৪ হাজার টাকার, সিঙ্গারের ১ কোটি ২ লাখ ২৯ হাজার টাকার, এসকে ট্রিমসের ২৬ লাখ ৮০ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৫ লাখ ১০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১১ লাখ ৩২ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৬০ লাখ ৯০ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান
আরও পড়ুন…..
রিপাবলিক ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা