ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন

সময়: শনিবার, নভেম্বর ৩০, ২০১৯ ৬:১৭:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৬ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৯০ লাখ ৬৮ হাজার ৬৫টি শেয়ার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলো ৩৬ কোটি ১৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
এর আগের সপ্তাহে ২৩ কোম্পানির ১ কোটি ৩ লাখ ৯৩ হাজার ১৫৫টি হাতবদল হয়েছিল। কোম্পানিগুলো বাজার মূল্য ছিল ৩৮ কোটি ৬৯ লাখ ৭৩ হাজার টাকা। এ হিসেবে চলতি সপ্তাহে ২ কোটি ৫৩ লাখ ৪১ হাজার টাকার লেনদেন কমেছে।
প্রথম কার্যদিবসে ৪ লাখ ৩৭ হাজার শেয়ার ৮ বার হাতবদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১ কোটি ৪৪ লাখ ৫ হাজার টাকা।
দ্বিতীয় কার্যদিবসে ১৫ লাখ ২৫ হাজার ৭০০টি শেয়ার ১০ বার হাতবদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৩ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা ।
তৃতীয় কার্যদিবসে ২৩ লাখ ৫০ হাজার ৯১৬টি শেয়ার ১৮ বার হাতবদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১ কোটি ৩৮ লাখ ১২ হাজার টাকা।
চতুর্থ কার্যদিবসে ৩৫ লাখ ৫৯ হাজার ৯৪৯টি শেয়ার ২০ বার হাতবদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১২ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার টাকা ।
পঞ্চম কার্যদিবসে ১১ লাখ ৯৫ হাজার ৫০০টি শেয়ার ৮ বার হাতবদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৫ কোটি ৮৩ লাখ ৯১ হাজার টাকা ।
এদিকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের।
দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিলকো ফার্মার।
এছাড়া লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- আলহাজ্ব টেক্সটাইল, এবি ব্যাংক, এটলাস বাংলাদেশ, ব্যাংক এশিয়া, বারাকা পাওয়ার, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, গ্রামীণফোন, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড স্কিম ওয়ান, যমুনা অয়েল, খুলনা পাওয়ার, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, মালেক স্পিনিং, ম্যারিকো, পাওয়ার গ্রিড, প্রাইম ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সিলভা কেমিক্যাল, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সোনারগাঁ টেক্সটাইল, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, উত্তরা ব্যাংক, ভিএফএস থ্রেড ডায়িং এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৬০ বার পড়া হয়েছে ।
Tagged