‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পিপলস ইন্স্যুরেন্স। এজন্য আগামী ৩০ কার্যদিবস বিনিয়োগকারীরা এ কোম্পানির শেয়ার কিনতে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেনা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করবে।
এদিকে গতকাল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারদর ১৫ টাকা ৮০ পয়সা থেকে ২৮ টাকায় ওঠানামা করে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৬ কোটি ২০ লাখ টাকা ও রিজার্ভে রয়েছে ৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৯.৪৫, হালনাগাদ অনিরিক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় (পিই) অনুপাত ১২.২৪।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিনি/রী