প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০১৯ ১০:৪৬:৪৯ পূর্বাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটিকে দীর্ঘ মেয়াদের জন্য ‘এএ’ ও স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-টু’ দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ থেকে ২০১৮ ও ৩১ জুলাই ২০১৯ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মানদন্ড নির্নয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার গতকাল সর্বশেষ ১১০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ৯১ টাকা থেকে ১৬৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয় এ কোম্পানির শেয়ার।

সর্বশেষ প্রকাশিত কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বেড়েছে ৫ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ও মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের আকার দাঁড়িয়েছে ৫৬৫ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা। গত আর্থিক বছরের একই সময়ে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বেড়েছিল ১০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা ও মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের আকার ছিল ৫৪৩ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৬৫ বার পড়া হয়েছে ।
Tagged