মীর আক্তারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, মে ১১, ২০২১ ১০:৩৯:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের মীর আক্তার হোসেন লিমিটেড।

মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৭ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ১.২৫ টাকা।

এছাড়া তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.৫২ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ৩.৪২ টাকা।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৩৪ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫১.৯১ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৩ বার পড়া হয়েছে ।
Tagged