মুজিববর্ষ পালন উপলক্ষে ডিএসই’র কমিটি

সময়: সোমবার, ডিসেম্বর ২, ২০১৯ ৭:২৭:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগামী ২০২০ সালের মুজিববর্ষ পালন উপলক্ষে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে। ডিএসইর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল (সোমবার) ডিএসইর পরিচালনা পর্ষদের ৯৪তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০২০ সালে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে বছরব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। এজন্য ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমকে আহ্বায়ক এবং পরিচালক মো. রকিবুর রহমানকে কো-আহবায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডিএসই’র পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ার হাকিম আলী, অধ্যাপক ড. এম. কায়কোবাদ, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, মো. হানিফ ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমন এবং ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটোয়ারী।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৫০ বার পড়া হয়েছে ।
Tagged