রাইট শেয়ারের মূল্য পুন:নির্ধারণ করবে আরএসআরএম স্টিল

সময়: বুধবার, আগস্ট ২৮, ২০১৯ ৭:০২:৩৭ অপরাহ্ণ


রাইট শেয়ারের ইস্যু মূল্য পুন:নির্ধারণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম স্টিল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫ টাকা প্রিমিয়াম নির্ধারণ করে নতুন ইস্যুমুল্য ধরা হয়েছে ১৫ টাকা। কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের সম্মতি ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত করা হবে। এর আগে ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যু করার ঘোষণা দেওয়া হয়েছিল। এজন্য অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ার নির্ধারণ করা হয়েছিল।
এদিকে আগামি ৯ অক্টোবর সকাল ১১ টায় চট্টগ্রামের পতেঙ্গায় শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ইজিএম অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে আগামি ১৮ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এদিকে আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ৪২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৩৮ টাকা থেকে ৬৪ ওঠানামা করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪০৮ বার পড়া হয়েছে ।
Tagged