লেনদেন অসম্পন্ন ২ কোম্পানির শেয়ার কিনেছে ডিএসই

সময়: বুধবার, আগস্ট ২৮, ২০১৯ ৬:৫৮:২২ অপরাহ্ণ


লেনদেন অসম্পন্ন ২ কোম্পানির শেয়ার কিনেছে স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোম্পানি ২টি হলো: জেনেক্স ইনফোসিস ও সিলকো ফার্মাসিউটিক্যালস। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার পুঁজিবাজরে তালিকাভুক্ত এ দুই কোম্পানির লেনদেন চলাকালীন কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে কোম্পানি দু’টির শেয়ার বিক্রি হলেও তা ক্রেতাদের কাছে পৌঁছায়নি। গতকাল বুধবার পুঁজিবাজার থেকে ওই শেয়ার কিনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় করেছে ঢাকা ডিএসই কর্তৃপক্ষ।
জানা গেছে, জেনেক্স ইনফোসিসের বিক্রয়কৃত ২ হাজার ৬১০টি শেয়ার এবং সিলকো ফার্মাসিউটিক্যালসের ৩ হাজার ৬৪৬টি শেয়ার সেটেলম্যান্ট না হওয়ার কারনে ক্রেতাদের বিও হিসাবে তা যোগ হয়নি। অনিচ্ছাকৃত ও কারিগরি ত্রুটির কারনে সেটেলম্যান্ট না হওয়া এ ২ কোম্পানির শেয়ার কিনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় করেছে ডিএসই ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৫৫ বার পড়া হয়েছে ।
Tagged