নিজস্ব প্রতিবেদক : লভ্যাংশের সরকারি অংশের টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত ‘জীবন বীমা কর্পোরেশন’। সম্প্রতি এ-সংক্রান্ত আবেদন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে কর্পোরেশন। এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সূত্র জানায়, বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ধারা ৫(১) অনুসরণে জীবন বীমা কর্পোরেশনের পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকাতে উন্নীত করতে চায় প্রতিষ্ঠানটি। এ জন্য সরকারের লভ্যাংশের হিসাবে প্রাপ্ত অর্থ পরিশোধিত মূলধন হিসাবে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অর্থমন্ত্রী সম্মতি প্রদান করেছে।
জানা গেছে, বর্তমানে জীবন বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকায় উন্নীত করতে চায় প্রতিষ্ঠানটি। এ জন্য পরিশোধিত মূলধন ৩০ কোটিতে উন্নীত করা প্রয়োজন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান