নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক ব্যবধানে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন দিনই বেড়েছে সূচক। আলোচিত সপ্তাহে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে গত সপ্তাহে টাকার অংকে লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। আলোচিত সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন বেড়েছে ০.০৫ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বা ১.০৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৮ পয়েন্ট এবং ১৭৫৫ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ডিএসইতে ১ হাজার ৯৫৮ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ৫০৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯৮ লাখ ৩৮ হাজার ২০৭ টাকা বা ০.০৫ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫৭ কোটি ৮৯ লাখ ৫১ হাজার ৩০৫ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৯০১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ২৬১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৯ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা বেড়েছে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৭টির বা ৩৯ শতাংশের, কমেছে ১৯৩টির বা ৫৪ শতাংশের এবং ২৫টির বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে টানা পতনের ধারা অব্যাহত ছিল। ফলে সপ্তাহ শেষে কমেছে সূচক, একই সঙ্গে কমেছে বিভিন্ন কোম্পানির শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অঙ্কে মোট লেনদেন আগের সপ্তাহের তুলনায় সামান্য বেড়েছে।
গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বা ০.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৩৮ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১২২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫৯ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১২২ পয়েন্টে।
গত সপ্তাহে সিএসইতে মোট ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, দর কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টির কোম্পানির দর।
সপ্তাহজুড়ে ১৫০ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৮৮৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৯ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৬১৪ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার অঙ্কে লেনদেন ৪১ কোটি ৮০ লাখ ৭ হাজার ২৭২ টাকা বেড়েছে। ক্যাটাগরি ভিত্তিক সবচেয়ে বেশি ৯০.৩৭ শতাংশ লেনদেন হয়েছে ‘এ’ ক্যাটাগরির, ৫.৭০ শতাংশ লেনদেন হয়েছে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের। কোম্পানিভিত্তিক লেনদেনে ২৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার ৪৭২ টাকার লেনদেন হয়ে শীর্ষে ছিল সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
দৈকিন শেয়ারাবাজার প্রতিদিন/এসএ/খান