নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে। আজ লেনদেনের শুরু থেকেই কয় প্রেসারে একটানা বাড়তে দেখা গেছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৬ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ১১ বেড়ে অবস্থান করছে ১৩৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৪৭ লাখ ৮ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪০৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯২৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৫৭ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৬ কোটি ৪১ লাখ ২৩ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান