নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। আজ শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৫ কোটি টাকা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩৯৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩২৫ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৩০ লাখ ৭৮ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৩ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৮২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ১৭ হাজার টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান