২ কোম্পানির এজিএম আজ

সময়: বুধবার, নভেম্বর ৬, ২০১৯ ৫:৫৩:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল অনুষ্ঠিত হবে। কোম্পানি দু’টি হচ্ছে কেডিএস এক্সেসরিজ ও পেনিনসুল চিটাগাং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামীকাল সকাল ১১টায় চট্টগামের পতেঙ্গায় অবস্থিত চিটাগাং বোট ক্লাবে কেডিএস এক্সেসরিজের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
এদিকে পেনিনসুলার বোর্ড সভা আজ সকাল ১১টায় চট্টগামের দক্ষিণ পতেঙ্গায় অবস্থিত পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেনে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৯৩ বার পড়া হয়েছে ।
Tagged