নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটি হলো- রূপালি ব্যাংক লিমিটেড ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রূপালি ব্যাংক প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১ হাজার কোটি টাকার নন-কনভার্টেবল পার্পেচ্যুয়াল বন্ড ইস্যু। উত্তোলিত অর্থ দিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাসেল-৩ শর্তপূরণে এডিশনাল টায়ার-১ শর্ত পরিপালন করা হবে।
বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর মাধ্যমে টাকা উত্তোলন করা হবে।
সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫০ কোটি টাকার ফুলি রিডামবল, নন-কনভার্টেবল ও নন- ট্রেডেবল বন্ড ইস্যু করবে। প্রতিটি বন্ডের ইস্যু মূল্য ধরা হয়েছে ১০ টাকা। কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীরা বন্ড ইস্যু বিষয়টি অনুমোদন করেছেন। এর আগে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ড ইস্যুর উদ্যোগ নিয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী