নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক ও এসইএমএল এফবিএলএসএর গ্রোথ ফান্ডের উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. আজিমুল ইসলাম তার ধারণ করা ১ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৭৩৪টি শেয়ারের মধ্যে ৮ লাখ ৪১ হাজার ৭০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
এমইএমএল এফবিএলএসএর গ্রোথ ফান্ডের উদ্যোক্তা এফবিএল সিকিউরিটিজের মোট ২ কোটি ৭০ লাখ ইউনিটের মধ্যে ৫ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী এ শেয়ার ও ইউনিট বিক্রি করা হবে।
এদিকে আজ আলিফ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ার সর্বশেষ ৭ টাকা ৮৩০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৬ টাকা থেকে ১৩ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।
এমইএমএল এফবিএলএসএর গ্রোথ ফান্ডের প্রতিটি ইউনিট আজ ১২ টাকায় লেনদেন হয়। গত এক বছরে এ ইউনিটের দর ৪ টাকা ৫০ পয়সা থেকে ৪৮ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী